গ্যাস্ট্রাইটিসঃ
চিকিৎসা এবং পরিত্রাণের উপায় কি?
একিউট গ্যাস্ট্রাইটিসঃ
যেহেতু একিউট গ্যাস্ট্রাইটিস হলো পাকস্থলীর একটি তাৎক্ষণিক প্রদাহ জনিত সমস্যা যেখানে লক্ষ্মণ উপসর্গবিহীন অবস্থা থেকে বদহজম, খাবারে অরুচি, বমি বমি ভাব কিংবা বমি এমনকি রক্ত বমি ও কালো পায়খানা হতে পারে ; তাই প্রদাহ নিবারণ এবং কি কারণে প্রদাহ হচ্ছে তার চিকিৎসা করাই যথোপযুক্ত।
অতিরিক্ত মদ্যপান, ধূমপান পরিহার করা, অ্যাসপিরিন ও NSAIDs জাতীয় ব্যথানাশক ওষুধ সেবনে সতর্কতা অবলম্বন করা, অতিরিক্ত গরম চা কফি ও তরল খাবার গ্রহণ এবং মানসিক চাপ থেকে বিরত থাকতে হবে।
ওষুধের মাধ্যমে চিকিৎসা –
(স্বল্পতম সময়ের জন্য লক্ষ্মণ উপসর্গ নিবারণকারী চিকিৎসা হিসেবে)
১) অ্যান্টাসিড
২) PPI – ইসোমিপ্রাজোল, ওমিপ্রাজল, ল্যানসোপ্রাজল, প্যান্টোপ্রাজল, ডেক্সল্যানসোপ্রাজল
৩) প্রোকাইনেটিক – ডমপেরিডন
৪) অ্যান্টিইমেটিক – মেটোক্লোপ্রামাইড
ক্রনিক গ্যাস্ট্রাইটিসঃ
এক্ষেত্রে যেহেতু দীর্ঘ মেয়াদি প্রদাহ জনিত সমস্যা বিরাজ করে এবং অধিকাংশ রোগীই লক্ষ্মণ উপসর্গবিহীন থাকে এবং কোন চিকিৎসার প্রয়োজন পড়ে না ; কিন্তু যাদের বদহজম থাকে তাঁরা এইচ. পাইলোরি নির্মূলকরণ চিকিৎসা দ্বারা কিছু উপকার পেয়ে থাকেন।
ডাঃ এম সাঈদুল হক
সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮
০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬
![](https://dhakagastrolivercenter.com/wp-content/uploads/2022/08/IMG_20220720_104105_170-1024x576.jpg)