ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার
বাংলাদেশে পরিপাকতন্ত্র ও লিভার রোগের প্রতিরোধ, চিকিৎসা, শিক্ষা ও গবেষণার মাধ্যমে আরও উন্নততর চিকিৎসা প্রদানের লক্ষ্য নিয়ে এগিয়ে আসা একটি এককেন্দ্রিক ও বহুমাত্রিক প্রতিষ্ঠান।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১) পরিপাকতন্ত্র ও লিভার রোগের কারণ, ভয়াবহতা এবং চিকিৎসা সম্পর্কে গণসচেতনতা তৈরি করা।
২) পরিপাকতন্ত্র ও লিভার রোগের চিকিৎসায় প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি করা।
৩) পরিপাকতন্ত্র ও লিভারের রোগের চিকিৎসা এবং গবেষণার জন্য আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল বা কেন্দ্র গড়ে তোলা।
কয়েকটি ধাপে এই লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বাস্তবায়ন করা হবে
(১) প্রথম ধাপ
নিম্নোক্ত উপায়ে পরিপাকতন্ত্র ও লিভার রোগের সর্বাত্মক প্রতিরোধ, গণসচেতনতা ও পরামর্শ প্রদান
ক. পরিপাকতন্ত্র ও লিভার ক্লিনিক সার্ভিসঃ
পরিপাকতন্ত্র এবং লিভার, গলব্লাডার, বাইলডাক্ট ও প্যানক্রিয়াসের রোগীদের পরীক্ষা ও পরামর্শ প্রদান।
খ. ফ্রি ফ্রাইডে লিভার ক্লিনিক সার্ভিসঃ
প্রতি শুক্রবার দেশের বিভিন্ন প্রান্তে গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞ কর্তৃক বিনামূল্যে রোগীদের পরামর্শ দেওয়া।
গ. ইনভেস্টিগেশন সার্ভিসঃ
সবচেয়ে কম মূল্যে পরিপাকতন্ত্র এবং লিভার, গলব্লাডার, বাইলডাক্ট ও প্যানক্রিয়াসের সবধরনের ল্যাবরেটরি পরীক্ষা করা।
ঘ. ভ্যাকসিনেশন সার্ভিসঃ
লিভারের রোগ প্রতিরোধে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী হেপাটাইটিস-বি টিকা প্রদান।
ঙ. হেপাটাইটিস স্ক্রিনিং সার্ভিসঃ
হেপাটাইটিস বি ও সি এর স্ক্রিনিং করা হয়।
চ. গণসচেতনতামূলক সার্ভিসঃ
স্বাস্থ্য ও গণমাধ্যম কর্মীদের সাথে পরিপাকতন্ত্র ও লিভার রোগের প্রতিরোধ এবং বিভিন্ন দিক সম্বন্ধে আলোচনা করা। ফেইসবুক, ইউটিউব, ইন্স্টাগ্রাম, লিংকড-ইন, পত্র-পত্রিকা ও হেলথ ম্যাগাজিনে লিভার রোগ সম্বন্ধে তথ্যবহুল প্রবন্ধ প্রকাশ। গণমাধ্যমে লিভার সম্পর্কে আলোচনা অনুষ্ঠান।
ছ. ওয়েব সাইট সার্ভিসঃ
ওয়েব সাইটের মাধ্যমে বহির্বিশ্বের সাথে পরিপাকতন্ত্র ও লিভারের রোগ সম্বন্ধে যোগাযোগ ও তথ্য বিনিময়।
(২) দ্বিতীয় ধাপ
প্রথম ধাপের কার্যক্রমের বাস্তবায়ন এবং পরিপাকতন্ত্র ও লিভারের রোগ নির্ণয়ে ডায়াগনস্টিক সুবিধা প্রদান।
(৩) তৃতীয় ধাপ
প্রথম ও দ্বিতীয় ধাপের কার্যক্রমের ব্যাপক বাস্তবায়ন। পরিপাকতন্ত্র এবং লিভার, গলব্লাডার, বাইলডাক্ট ও প্যানক্রিয়াসের রোগীদের মেডিকেল, ইন্টারভেনশনাল ও সার্জিক্যাল চিকিৎসার জন্য কেন্দ্র গড়ে তোলা।
(৪) চতুর্থ ধাপ
বাংলাদেশে পরিপাকতন্ত্র এবং লিভারের রোগের প্রতিরোধ, চিকিৎসা ও গবেষণাকল্পে একটি উৎকর্ষমূলক বিশেষায়িত প্রতিষ্ঠান তৈরি করা (Centre of Excellence for Liver & Biliary Diseases)
বাংলাদেশে লিভার রোগের প্রতিরোধ, চিকিৎসা, শিক্ষা ও গবেষণার মাধ্যমে আরও উন্নততর চিকিৎসা প্রদানের লক্ষ্য নিয়ে এগিয়ে আসা একটি এককেন্দ্রিক ও বহুমাত্রিক প্রতিষ্ঠান।
Dhaka Gastroliver Center © 2022
Developed By: IMBD Agency