মরণমরণব্যাধি ক্যানসার:
মরণব্যাধি ক্যানসার যদি শুরুতেই নির্ণয় করে চিকিৎসা করা যায় তাহলে সহজেই এটা থেকে মুক্তি মেলে। তাই এর লক্ষ্মণ উপসর্গগুলো জানা থাকলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে যথাযথ চিকিৎসা নেওয়া সম্ভবপর হয়।
★ শরীর দুর্বল লাগা
★ ক্লান্তি অবসাদগ্রস্ততা দেখা দেওয়া
★ খাওয়ায় অরুচি
★ দেহের ওজন কমে যাওয়া
★ মারাত্মক স্বাস্থ্য হানি ঘটা
★ দেহে রক্ত স্বল্পতা দেখা দেওয়া
★ শরীরে অস্বাভাবিক দলা, চাকা, পিন্ড বা ফোলা দেখা দেওয়া যা বেশিরভাগ ক্ষেত্রে ব্যথাহীন হয় এবং আকারে বৃদ্ধি পেতে থাকে
★ খাবার গিলতে না পারা
★ অবিরাম কাশি বা শ্বাসকষ্ট হওয়া অথবা ঢোক গিলতে অসুবিধা হওয়া
★ মলত্যাগের অভ্যাসে পরিবর্তন হওয়া যেমন কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা মলের সাথে রক্ত যাওয়া
★ জরুরি ভাবে বা ঘন ঘন প্রশ্রাব করার প্রয়োজন হওয়া, বেগ থাকলেও প্রশ্রাব না হওয়া বা ব্যথা করা
★ হঠাৎ করে যোনি বা পায়ুপথ হতে রক্তপাত হওয়া অথবা প্রশ্রাব করার সময় বা কাশির সাথে রক্ত পড়া
★ স্বল্পতম সময়ের মধ্যে অপ্রত্যাশিত এবং অনিচ্ছাকৃতভাবে দেহের ওজন কমে যাওয়া
★ চরম ক্লান্তি ও শারীরিক শক্তি প্রবলভাবে কমে যাওয়া
★ নতুন তিল দেখা দেওয়া অথবা তিলের আকার আকৃতি বা রং পরিবর্তিত হওয়া
★ শরীরের বিভিন্ন অংশে কোন কারণ ছাড়াই চলমান কিংবা ক্ষণস্থায়ী ব্যথা হওয়া
★ স্তনের ভিতরে কোন গুটি বা দলা চাকা দেখা দেওয়া
★ স্তনের আকার আকৃতি ও চামড়ায় অস্বাভাবিক পরিবর্তন অথবা ব্যথা হওয়া
★ দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের চেয়ে কম ক্ষুধার্ত বোধ করা
★ শরীরের দাগ বা ক্ষত অথবা মুখের ঘা নিরাময় না হওয়া
★ দীর্ঘ স্থায়ী বা বেদনাদায়ক কোষ্ঠকাঠিন্য বা বদহজম হওয়া
★ ঘন ঘন জ্বর
★ অকারণে রক্ত ক্ষরণ
★ দীর্ঘ মেয়াদী জ্বর এবং সেই সাথে রাতে শরীর ভিজিয়ে দেওয়ার মতো প্রচুর ঘাম ঝরা
★ কন্ঠস্বর কর্কশ হয়ে যাওয়া
★ আকস্মিক শরীরের বিভিন্ন দুর্বল স্থান হতে রক্তপাত (দাঁতের মাড়ি, নাক, চোখের কনজাংটিভা, পায়ুপথ এবং চামড়ার নিচে রক্তপাত)
ডাঃ এম সাঈদুল হক
সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চীফ কনসালট্যান্ট,
ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮
০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬