প্যানক্রিয়াস বা অগ্নাশয়

Share This Post

প্যানক্রিয়াস বা অগ্নাশয় কি?

এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি, পেটের উপরিভাগে লিভার ও পাকস্থলীর পিছন দিকে এর অবস্থান। এই গ্রন্থি ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম, লিভারের রক্তনালী বা পোর্টাল ভেইন ও পিত্ত নালীর সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত।

প্যানক্রিয়াসের কাজ কি?

এখান থেকে নির্গত রস খাবারের হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গ্রন্থি হতে প্রস্তুত ইনসুলিন, গ্লুকাগোন ও অন্যান্য হরমোন রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে।

প্যানক্রিয়াটাইটিস কি এবং এর চিকিৎসা কি।

প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের রোগ সমূহঃ

(১) একিউট প্যানক্রিয়েটাইটিস (Acute pancreatitis) বা অগ্নাশয়ের তাৎক্ষণিক ও তীব্র প্রদাহ

(২) ক্রনিক প্যানক্রিয়েটাইটিস (Chronic pancreatitis) বা অগ্নাশয়ের দীর্ঘ মেয়াদী প্রদাহ

(৩) অগ্নাশয়ের পাথর (Pancreatic stone)

(৪) অগ্নাশয়ের টিউমার ও ক্যান্সার

প্যানক্রিয়েটাইটিস বা অগ্নাশয়ের প্রদাহ

প্যানক্রিয়েটাইটিস কি?

প্রদাহজনিত কারণে অগ্নাশয়ে যে লক্ষ্মণ উপসর্গ দেখা দেয় তা-ই প্যানক্রিয়েটাইটিস।

এটা ২ ধরনের – একিউট (তাৎক্ষণিক)  এবং ক্রনিক (দীর্ঘ মেয়াদী)। পাথর এবং মদ্যপান এর প্রধান কারণ।

প্রতিরোধের উপায়ঃ

ধূমপান, মদ্যপান, অধিক শর্করা ও বাজে তেলে তৈরি খাবার পরিহার, দেহের বাড়তি ওজন কমানো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

করণীয় কি?

জরুরি অবস্থায় গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। একিউট প্যানক্রিয়েটাইটিসের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা আবশ্যক।

ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কি এবং কেনো হয়? by Dr Sayedul Haque

অগ্নাশয়ের টিউমার ও ক্যান্সার

অগ্নাশয়ের টিউমার ও ক্যান্সার কি?

অগ্নাশয়ে ক্যান্সার (Carcinoma) ও সাধারণ (Benign) উভয় ধরনের টিউমার হয়ে থাকে। পেরিঅ্যাম্পুলারি (Periampullary carcinoma) এবং অগ্নাশয়ের মাথার অংশে (Carcinoma Head of Pancreas) টিউমার হলে সাধারণত পিত্ত নালীর প্রবাহে বাঁধাজনিত জন্ডিস (Obstructive jaundice) হয়ে থাকে।

প্রতিরোধের উপায়ঃ

ধূমপান, মদ্যপান, অতিরিক্ত লাল মাংস ও বাজে তেলে তৈরি খাবার পরিহার করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি। ক্রনিক প্যানক্রিয়েটাইটিস ও প্যানক্রিয়াসে পাথরের যথাযথ চিকিৎসা করাতে হবে। প্রচুর পরিমাণ সবুজ শাক সবজি ও আঁশযুক্ত তাজা ফল খাওয়া উপকারী।

করণীয় কি?

অবশ্যই একজন দক্ষ ও অভিজ্ঞ গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞের পরামর্শক্রমে চিকিৎসা নেওয়া শ্রেয়।


ডাঃ এম সাঈদুল হক

সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।

০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮

০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

আলসারেটিভ কোলাইটিস, কোলোরেকটাল ক্যান্সার, কোলোরেকটাল ক্যান্সার, কোলন ক্যান্সার
লিভার

আলসারেটিভ কোলাইটিস থেকে মরণব্যাধি কোলন ক্যান্সার

আলসারেটিভ কোলাইটিস থেকে হতে পারে মরণব্যাধি কোলন ক্যান্সার আলসারেটিভ কোলাইটিস যথাযথভাবে চিকিৎসা করা না হলে কোলোরেকটাল ক্যান্সার হয়ে প্রতি ৬ জনের একজন মৃত্যুবরণ করতে পারে।

হায়াটাস হার্নিয়া কি কঠিন কোন রোগ?
অন্যান্য

হায়াটাস হার্নিয়া কি কঠিন কোন রোগ?

হায়াটাস হার্নিয়া হলো যখন ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা’র মাংসপেশীর দুর্বলতার কারণে পাকস্থলীর অংশবিশেষ বুকের দিকে উঠে আসে। ফলশ্রুতিতে এসিড রিফ্লাক্স হয়ে বুক জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়।