প্যানক্রিয়াস বা অগ্নাশয় কি?
এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি, পেটের উপরিভাগে লিভার ও পাকস্থলীর পিছন দিকে এর অবস্থান। এই গ্রন্থি ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম, লিভারের রক্তনালী বা পোর্টাল ভেইন ও পিত্ত নালীর সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত।
প্যানক্রিয়াসের কাজ কি?
এখান থেকে নির্গত রস খাবারের হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গ্রন্থি হতে প্রস্তুত ইনসুলিন, গ্লুকাগোন ও অন্যান্য হরমোন রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে।
প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের রোগ সমূহঃ
(১) একিউট প্যানক্রিয়েটাইটিস (Acute pancreatitis) বা অগ্নাশয়ের তাৎক্ষণিক ও তীব্র প্রদাহ
(২) ক্রনিক প্যানক্রিয়েটাইটিস (Chronic pancreatitis) বা অগ্নাশয়ের দীর্ঘ মেয়াদী প্রদাহ
(৩) অগ্নাশয়ের পাথর (Pancreatic stone)
(৪) অগ্নাশয়ের টিউমার ও ক্যান্সার
প্যানক্রিয়েটাইটিস বা অগ্নাশয়ের প্রদাহ
প্যানক্রিয়েটাইটিস কি?
প্রদাহজনিত কারণে অগ্নাশয়ে যে লক্ষ্মণ উপসর্গ দেখা দেয় তা-ই প্যানক্রিয়েটাইটিস।
এটা ২ ধরনের – একিউট (তাৎক্ষণিক) এবং ক্রনিক (দীর্ঘ মেয়াদী)। পাথর এবং মদ্যপান এর প্রধান কারণ।
প্রতিরোধের উপায়ঃ
ধূমপান, মদ্যপান, অধিক শর্করা ও বাজে তেলে তৈরি খাবার পরিহার, দেহের বাড়তি ওজন কমানো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
করণীয় কি?
জরুরি অবস্থায় গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। একিউট প্যানক্রিয়েটাইটিসের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা আবশ্যক।
অগ্নাশয়ের টিউমার ও ক্যান্সার
অগ্নাশয়ের টিউমার ও ক্যান্সার কি?
অগ্নাশয়ে ক্যান্সার (Carcinoma) ও সাধারণ (Benign) উভয় ধরনের টিউমার হয়ে থাকে। পেরিঅ্যাম্পুলারি (Periampullary carcinoma) এবং অগ্নাশয়ের মাথার অংশে (Carcinoma Head of Pancreas) টিউমার হলে সাধারণত পিত্ত নালীর প্রবাহে বাঁধাজনিত জন্ডিস (Obstructive jaundice) হয়ে থাকে।
প্রতিরোধের উপায়ঃ
ধূমপান, মদ্যপান, অতিরিক্ত লাল মাংস ও বাজে তেলে তৈরি খাবার পরিহার করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি। ক্রনিক প্যানক্রিয়েটাইটিস ও প্যানক্রিয়াসে পাথরের যথাযথ চিকিৎসা করাতে হবে। প্রচুর পরিমাণ সবুজ শাক সবজি ও আঁশযুক্ত তাজা ফল খাওয়া উপকারী।
করণীয় কি?
অবশ্যই একজন দক্ষ ও অভিজ্ঞ গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞের পরামর্শক্রমে চিকিৎসা নেওয়া শ্রেয়।
ডাঃ এম সাঈদুল হক
সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮
০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬