গলব্লাডার বা পিত্ত

Share This Post

গলব্লাডার বা পিত্ত থলি কি?

এটা লিভারের সাথে সম্পর্কিত বিলিয়ারি সিস্টেমের একটি অঙ্গ। লিভারের ডান দিকের অংশের ঠিক নিচে এর অবস্থান। গলব্লাডার তার নিজস্ব নালীর (সিস্টিক ডাক্ট) মাধ্যমে  মূল পিত্ত নালী বা বাইল ডাক্ট (Bile duct) এর সাথে সংযুক্ত থাকে।

গলব্লাডারের কাজ কি?

লিভার থেকে নির্গত পিত্ত বা বাইল (Bile) সাময়িকভাবে পিত্ত থলিতে জমা হয়। খাবারের পরিপাক ক্রিয়ার প্রয়োজন মতো পিত্ত থলির পিত্তকফ আবারো পিত্ত নালীর মাধ্যমে ডিওডেনামে নির্গত হয়। গলব্লাডার পিত্তরসের ঘনত্ব বৃদ্ধি করে। এই পিত্ত খাবারের হজম (Digestion) এবং পরিপাক তন্ত্রের অন্যান্য কাজে সহায়তা করে।

গলব্লাডারের রোগ সমূহঃ

(১) কোলিসিস্টাইটিস (Cholecystitis) বা পিত্ত থলিতে প্রদাহ বা ইনফেকশন

(২) পিত্ত থলিতে পাথর (Gall stone disease)

(৩) পিত্ত থলিতে পলিপ (Gall bladder polyp)

(৪) পিত্ত থলির টিউমার ও ক্যান্সার (Gallbladder tumour & Cancer)

গল ব্লাডার বা পিত্ত থলির পাথর (Gallstone)

গল ব্লাডার বা পিত্ত থলির পাথর

গল ব্লাডার বা পিত্ত থলির পাথর কি?

পিত্ত থলিতে কোলেস্টেরলের আধিক্য, বিলিরুবিনের আধিক্য কিংবা পিত্ত থলি পরিপূর্ণরূপে খালি হতে না পারা ইত্যাদি কারণে আরও বিভিন্ন প্রকার যৌগের সমন্বয়ে পিত্ত থলিতে পাথর জমে যেতে পারে।

জেনে নিন পিত্ত থলিতে পাথর হবার কারন।

প্রতিরোধের উপায়ঃ

দেহের ওজনাধিক্য কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, পরিমিত বিশুদ্ধ ও সুষম খাবার গ্রহণ।

করণীয় কি?

পিত্ত থলির পাথর কোন উপসর্গ (ব্যথা বা প্যানক্রিয়েটাইটিস, জন্ডিস) তৈরি করলে পিত্ত থলিসহ পাথর অপসারণ করে নিতে হয়। এক্ষেত্রে Laparoscopic cholecystectomy (মাত্র তিনটি ফুটো করে অপারেশন) কিংবা Open cholecystectomy (পেট কেটে অপারেশন)  করা যেতে পারে।

আর লক্ষ্মণ উপসর্গবিহীন পাথরের ক্ষেত্রে নিয়মিত ফলোআপে হবে কিংবা ক্ষেত্রবিশেষে ওষুধের মাধ্যমে পাথর গলানোর চিকিৎসা (Dissolution therapy) নেওয়া যেতে পারে।

গলব্লাডার টিউমার ও ক্যান্সার

গলব্লাডার বা পিত্তথলির টিউমার ও ক্যান্সার কি?

পিত্ত থলিতে ক্যান্সার হতে পারে এবং তা দ্রুত লিভার ও অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে। বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে এই ক্যান্সার বেশি দেখা যায়।

প্রতিরোধের উপায়ঃ

পিত্ত থলি বা গলব্লাডারে চাকা (Soft tissue mass), পোর্সেলিন গলব্লাডার  (Porcelain gallbladder), বড় আকারের পলিপ (>১ সে.মি.), অতিরিক্ত পুরু গলব্লাডারের দেয়াল (Thick walled gallbladder), গলব্লাডার পাথর ইত্যাদির যথাযথ চিকিৎসা করিয়ে নিতে হবে।

করণীয় কি?

পিত্ত থলির ক্যান্সার নিশ্চিত হওয়ার সাথে সাথে দ্রুততম সময়ে পিত্ত থলিসহ লিভারের অংশ অপারেশনের মাধ্যমে অপসারণ (Enmass segmental resection) করতে হয়। রোগের শুরুতে এধরণের অপারেশন করাতে পারলে ভালো ফলাফল পাওয়া যায়।

ডাঃ এম সাঈদুল হক

সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।

০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮

০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

আলসারেটিভ কোলাইটিস, কোলোরেকটাল ক্যান্সার, কোলোরেকটাল ক্যান্সার, কোলন ক্যান্সার
লিভার

আলসারেটিভ কোলাইটিস থেকে মরণব্যাধি কোলন ক্যান্সার

আলসারেটিভ কোলাইটিস থেকে হতে পারে মরণব্যাধি কোলন ক্যান্সার আলসারেটিভ কোলাইটিস যথাযথভাবে চিকিৎসা করা না হলে কোলোরেকটাল ক্যান্সার হয়ে প্রতি ৬ জনের একজন মৃত্যুবরণ করতে পারে।

হায়াটাস হার্নিয়া কি কঠিন কোন রোগ?
অন্যান্য

হায়াটাস হার্নিয়া কি কঠিন কোন রোগ?

হায়াটাস হার্নিয়া হলো যখন ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা’র মাংসপেশীর দুর্বলতার কারণে পাকস্থলীর অংশবিশেষ বুকের দিকে উঠে আসে। ফলশ্রুতিতে এসিড রিফ্লাক্স হয়ে বুক জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়।