ক) স্বল্পতম বৃদ্ধি পেলে < 100 U/L
★ ক্রনিক হেপাটাইটিস বি
★ ক্রনিক হেপাটাইটিস সি
★ মদ্যপান জনিত হেপাটাইটিস
★ হিমোক্রোম্যাটোসিস (লিভারে মাত্রাতিরিক্ত আয়রন জমে গেলে)
খ) মোটামুটি বৃদ্ধি পেলে 100-200 U/L
★ উপরেরগুলো এবং সেই সাথে –
★ ন্যাশ বা NASH
★ অটোইমিউন হেপাটাইটিস
★ উইলসন’স ডিজিজ (লিভারে মাত্রাতিরিক্ত কপার জমে গেলে)
গ) ব্যাপক বৃদ্ধি পেলে > 300 U/L
★ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া (প্যারাসেটামলের মাত্রাতিরিক্ত ব্যবহার)
★ একিউট ভাইরাল হেপাটাইটিস (হেপাটাইটিস এ, ই, বি)
★ অটোইমিউন হেপাটাইটিস
★ ইশকেমিক হেপাটাইটিস (লিভারে অক্সিজেন সমৃদ্ধ রক্তপ্রবাহ কমে গেলে)
★ বিষাক্ত পদার্থের প্রতিক্রিয়া (অ্যামানিটা ফ্যালোয়েড-ব্যাঙের ছাতার ন্যায় এক প্রকার বিষাক্ত ছত্রাকের বিষক্রিয়া)
★ ক্রনিক হেপাটাইটিস বি ফ্লেয়ার (সুপ্ত হেপাটাইটিস বি হঠাৎ ব্যাপকভাবে জেগে উঠলে)
ডাঃ এম সাঈদুল হক
সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮
০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬
![No photo description available.](https://scontent.fzyl2-1.fna.fbcdn.net/v/t39.30808-6/324497606_1089407289121948_3796890698215842736_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=j2d45XKYZiIAX-48vqu&_nc_ht=scontent.fzyl2-1.fna&oh=00_AfChLT4PwqcsrpNuCj7yJmIpFAAp7RIgLTsesQ8GbZJrrg&oe=644678C0)
All reactions:
1.1KMd. Salahuddin Mehedi and 1.1K others