লিভার সিরোসিস রোগী বিয়ে করতে পারবেন কি? আপনার এ প্রশ্নের উত্তর পাবেন আমাদের এই ব্লগে।
লিভার সিরোসিস হলো লিভারের অপরিবর্তনীয় (সাধারণত) ও গতিশীল রোগ যাতে এর কোষমালা পর্যায়ক্রমে ফাইব্রোসিস প্রক্রিয়ায় বিনষ্ট হয়ে লিভারের স্বাভাবিক মসৃণ আকৃতির পরিবর্তন ঘটে এবড়োখেবড়ো আকার ধারণ করে, লিভারের কার্যক্ষমতা হ্রাস পায় এবং পুরো দেহে বহুমাত্রিক ও ব্যাপকভিত্তিক জটিলতা দেখা দেয়।
সাধারণত লিভারে অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) ও ইস্ট্রোজেন (স্ত্রী হরমোন) উভয় রিসেপ্টরই থাকে। কিন্তু লিভার সিরোসিসে এই হরমোনের সংবেদনশীলতা পরিবর্তিত হয়ে যায় ফলে লিভারের অ্যান্ড্রোজেন রিসেপ্টর কমে যায় পক্ষান্তরে ইস্ট্রোজেন রিসেপ্টর বেড়ে যায়।
এক পর্যায়ে যৌন অবক্ষয় (Hypogonadism) দেখা দেয়।
এতে বেশিরভাগ পুরুষের মাঝে যৌনাকাঙ্ক্ষা (Libido) কমে যায় এবং যৌন সক্ষমতাও (Potency) হ্রাস পায়।
পুরুষের অন্ডকোষ খর্বাকৃতির, অসংবেদনশীল ও নরম হয়ে যায় ; স্তনের আকৃতি বৃদ্ধি পায় এবং ব্যথাময় হয়ে যায় ; পুরুষের লিঙ্গ নির্ধারণকারী লোম ঝরে পড়ে বিশেষ করে বগল ও তলপেট হতে।
অপরদিকে মহিলাদের ক্ষেত্রে মহিলাসুলভ চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। স্তন খর্বাকৃতি ধারণ করে, তলপেটের চর্বি শুকিয়ে যায়, ডিম্বাশয় অকার্যকর হয়ে যাওয়াতে সন্তান জন্মদানে অক্ষমতা দেখা দেয়। ঋতুস্রাব অনিয়মিত, কমে যাওয়া কিংবা বন্ধ হয়ে যায়।
তবে যৌন ব্যবহার, আকাঙ্খা, পুনঃপুনঃ চাহিদা এবং সক্ষমতা অক্ষুন্ন থাকে।
কম্পেনসেটেড লিভার সিরোসিস (যাদের প্রাথমিক পর্যায়ে লিভার সিরোসিস রয়েছে অর্থাৎ জটিলতা তৈরি হয়নি, শুধুমাত্র আলট্রাসনোগ্রাফি কিংবা ফাইব্রোস্ক্যানে ধরা পড়েছে) যাঁরা ভবিষ্যতে দক্ষ ও অভিজ্ঞ গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে রোগটি নিয়ন্ত্রণে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হবেন এবং যৌনাকাঙ্ক্ষা ও যৌন সক্ষমতা রয়েছে শুধুমাত্র তাঁরাই শর্তসাপেক্ষে (অপরপক্ষকে রোগের বিস্তারিত অবস্থা ও এর পরিণতি অবগতকরণসহ এবং সুষ্ঠু সুন্দর জীবনচরণে অভ্যস্ত হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া) বিয়ে করতে পারবেন।
তবে ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস রোগীর (জন্ডিস, এনকেফালোপ্যাথি, পেটে পানি, পায়ে পানি, রক্ত বমি, কালো পায়খানা ইত্যাদি জটিলতা যাঁর রয়েছে) বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সমীচীন নয়।
ডাঃ এম সাঈদুল হক
সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮
০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬
এরকম আরও অনেক তথ্য জানতে ঘুরে আসুন আমাদের ব্লগ পেইজ বা ফেসবুক পেইজ থেকে।