লিভারের সমস্যা যেমন চোখ ও প্রস্রাবের রং হলুদ হয়ে জন্ডিস দেখা দেওয়া, খাওয়ায় অরুচি, বমি বমি ভাব কিংবা বমি, শারীরিক দুর্বলতা, অল্প আয়াসেই ক্লান্ত হয়ে পড়া, আলস্য, শরীর মেজমেজ করা, কাজে অনীহা, শুয়ে থাকতে ইচ্ছে করা, শরীর জ্বালা পোড়া করা, জ্বর কিংবা জ্বরের অনুভূতি, হাড় জোড়া ব্যথা করা, পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা করা, পেটে দলা বা চাকা দেখা দেওয়া, চুল শ্রীহীন হয়ে পড়া, চেহারার লাবণ্য নষ্ট হওয়া, চোখ কোটরগত হওয়া, নাক সূচালো ও চোয়াল বড় হয়ে যাওয়া, আঙ্গুলের ডগা ডাম্বেলাকৃতি হয়ে যাওয়া, হাতের তালু রক্তিমাভ হয়ে যাওয়া, হাতে বুকে ও পিঠের চামড়ায় মাকড়সার জালের ন্যায় রক্তিম ফুসকুড়ি বা স্পাইডার নিভাই দেখা দেওয়া, পেটের চামড়ার নিচের শিরাগুলো ফুলে যেয়ে দৃশ্যমান হওয়া, পেটে পানি এসে পেট ফুলে যাওয়া, পুরুষের অন্ডকোষ খর্বাকৃতি নরম ও ব্যথার প্রতি অসংবেদনশীল হয়ে পড়া, বগল ও তলপেটের লোম ঝরে পড়া, পুরুষের স্তন বড় ও ব্যথাময় হয়ে যাওয়া, মহিলাদের স্তন খর্বাকৃতি ও সন্তান জন্মদানে অক্ষমতা দেখা দেওয়া, পুরুষের যৌন সক্ষমতা কমে যাওয়া, পায়ে পানি এসে পা ফুলে যাওয়া, রক্ত বমি ও কালো পায়খানা হওয়া, হেপাটাইটিক এনকেফালোপ্যাথি বা স্থান কাল পাত্র জ্ঞানশূন্য হয়ে অসংলগ্ন আচরণ ও অসংলগ্ন কথা বলা এবং ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি…
তাই লিভারের সমস্যা নিয়ে ঘরে বসে না থেকে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, নিশ্চিত করুন একটি সুন্দর জীবন।
ডাঃ এম সাঈদুল হক
সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮, ০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬