বাইল ডাক্ট বা পিত্ত নালী কি?
বাইল ডাক্ট (Bile duct) বা পিত্ত নালী, একটি ডাক্ট বা নালী বিশেষ যা লিভারকে ইন্টেসটাইনের সাথে সংযুক্ত করে। গলব্লাডারও বাইল ডাক্ট এর সাথে সংযুক্ত। লিভারের ঠিক নিচে এর অবস্থান।
বাইল ডাক্টের কাজ কি?
বাইল ডাক্ট বা পিত্তনালী লিভারে তৈরি পিত্ত ও গলব্লাডারে জমা পিত্ত ইন্টেসটাইন বা পরিপাকতন্ত্রে নিয়ে আাসে।
বাইল ডাক্টের রোগ সমূহঃ
(১) পিত্ত নালীতে পাথর (Bile duct stone)
(২) পিত্ত নালীতে ইনফেকশন (Chalangitis)
(৩) পিত্ত নালীতে সিস্ট (Choledocal cyst)
(৪) পিত্ত নালীর টিউমার ও ক্যান্সার (Klatskin tumour ও Cholangiocarcinoma)
পিত্তনালীর পাথর
বাইল ডাক্ট বা পিত্ত নালীর পাথর কি?
এই পাথর পিত্ত থলি থেকে আসতে পারে কিংবা পিত্ত নালীতেই তৈরি হতে পারে। আর পিত্ত নালীতে পাথরের অবস্থানের কারণে ইনফেকশন (Cholangitis) কিংবা পিত্ত প্রবাহ বন্ধ হয়ে জন্ডিস (Obstructive jaundice) হতে পারে।
প্রতিরোধের উপায়ঃ
পিত্ত থলিতে পাথর হলে তার যথাযথ চিকিৎসা করিয়ে নিতে হবে।
করণীয় কি?
রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসার জন্য দক্ষ ও অভিজ্ঞ গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
ডাঃ এম সাঈদুল হক
সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮
০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬