পিত্তথলির পাথর প্রতিরোধে কী কী পদক্ষেপ নিতে হবে

পিত্তথলির পাথর প্রতিরোধে কী কী পদক্ষেপ নিতে হবে?

Share This Post

পিত্তথলির পাথর প্রতিরোধে করণীয় পদক্ষেপঃ

১) দৈনন্দিন খাবার গ্রহণে অনিয়ম করা যাবে না,

২) দেহের ওজনাধিক্য নিরসনে তা ধীরে ধীরে কমাতে হবে… কেননা দ্রুত ওজন কমালে পিত্ত থলিতে পাথর জমতে পারে। তাই দেহের অতিরিক্ত ওজন কমাতে গেলে প্রতি সপ্তাহে অন্তত ০.৫ থেকে ১ কেজি ওজন কমানোই বাঞ্ছনীয়।

৩) প্রচুর পরিমানে আঁশযুক্ত খাবার খেতে হবে —

সবুজ শাক সবজি, তাজা ফল (আপেল, নাসপাতি, লেবু, জাম্বুরা, কমলা, শশা ইত্যাদি) ও শস্য দানা।

৪) সর্বদা স্বাস্থ্যকর দৈহিক ওজন বজায় রাখা।

ডাঃ এম সাঈদুল হক

সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,

চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার

০১৭১০-০৩২১৫৮, ০১৭০৩-৭২৮৬০১, ০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

আলসারেটিভ কোলাইটিস, কোলোরেকটাল ক্যান্সার, কোলোরেকটাল ক্যান্সার, কোলন ক্যান্সার
লিভার

আলসারেটিভ কোলাইটিস থেকে মরণব্যাধি কোলন ক্যান্সার

আলসারেটিভ কোলাইটিস থেকে হতে পারে মরণব্যাধি কোলন ক্যান্সার আলসারেটিভ কোলাইটিস যথাযথভাবে চিকিৎসা করা না হলে কোলোরেকটাল ক্যান্সার হয়ে প্রতি ৬ জনের একজন মৃত্যুবরণ করতে পারে।

হায়াটাস হার্নিয়া কি কঠিন কোন রোগ?
অন্যান্য

হায়াটাস হার্নিয়া কি কঠিন কোন রোগ?

হায়াটাস হার্নিয়া হলো যখন ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা’র মাংসপেশীর দুর্বলতার কারণে পাকস্থলীর অংশবিশেষ বুকের দিকে উঠে আসে। ফলশ্রুতিতে এসিড রিফ্লাক্স হয়ে বুক জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়।