সাধারণত ছোট বাচ্চাদের নিম্নোক্ত কারণে পেটে ব্যথা হতে পারেঃ
১) এসিডিটি বা গ্যাসের সমস্যায়
২) প্রস্রাবের ইনফেকশন
৩) কোষ্ঠকাঠিন্য
৪) পেটে কৃমি
বাজে খাবারও ছোট বাচ্চাদের পেটে ব্যথার কারণ হতে পারে-
যেমন- (ফাস্ট ফুড, প্রসেসড ফুড, স্ট্রিট ফুড, চটকদার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হওয়া খাবার, ক্যানড ও প্যাকটজাত খাবার, সফট ড্রিংকস, এনার্জি ড্রিংকস, চকলেট, চানাচুর, চটপটি, ফুচকা, আচার, চাটনি, ঝালমুড়ি, ভেলপুরি ইত্যাদি)
৫) সাইকোজেনিক বা ফাংশনাল (স্কুল ভীতি, পড়ালেখায় অনীহা, শিক্ষক ভীতি)
৬) বদহজম
৭) ল্যাকটোজ ইনটলারেন্স
৮) ফুড এলার্জি
৯) অ্যাপেন্ডিসাইটিস
১০) প্যানক্রিয়েটাইটিস
১১) কোলিসিস্টাইটিস
১২) পিআইডি
১৩) ফ্যাটি লিভার।
ডাঃ এম সাঈদুল হক
সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮
০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬