খাদ্য নালী সরু/সংকুচিত হয়ে যাওয়ার (Oesophageal stricture) কারণঃ
১) গ্যাস্ট্রো-ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা GERD
২) Schatzki ring
৩) Post-cricoid web যা আয়রনের ঘাটতি জনিত অ্যানেমিয়ার জটিলতা স্বরূপ হয়ে থাকে
৪) খাদ্য নালীর ক্যান্সার অথবা পাকস্থলীর উপরিভাগের কার্ডিয়ার ক্যান্সার
৫) ইওসিনোফিলিক ইসোফ্যাজাইটিস – অ্যালার্জি জনিত সমস্যার ফলে খাদ্য নালীতে প্রদাহ দেখা দেয়, ঠিকমতো সংকুচিত প্রসারিত হতে পারে না, খাদ্য নালী সরু হয়ে যায় এবং রিং ও অ্যাবসেস দেখা দিতে পারে।
৬) ফুসফুসের ক্যান্সারের জন্য বাইরের দিক থেকে চাপ খেয়েও খাদ্য নালী সংকুচিত হতে পারে
৭) করোসিভ বা ক্ষতসৃষ্টিকারী পদার্থ গ্রহণের ফলে (এসিড, হারপিক, ভিক্সল)
৮) খাদ্য নালীর অপারেশনের পরবর্তী সময়ে
৯) রেডিওথেরাপি দেওয়ার পরবর্তী সময়ে
১০) দীর্ঘ মেয়াদে নাকে নল দিয়ে ফিডিং করার পরবর্তী সময়ে
১১) বিসফসফোনট জাতীয় ওষুধ সেবনের ফলে (অ্যালেনড্রোনেট, রিসেড্রোনেট)
ডাঃ এম সাঈদুল হক
সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮
০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬
![](https://dhakagastrolivercenter.com/wp-content/uploads/2022/08/received_776305916744849-1024x576.jpeg)