কালো পায়খানা কি এবং কেন হয়?
কালো পায়খানা (Melaena)
পরিপাক তন্ত্রের কোন স্থান হতে বিশেষ করে উপরিভাগ হতে রক্তপাত হলে সেই রক্ত পরিপাক হয়ে আলকাতরার ন্যায় নরম ও কালো বর্ণ ধারণ করে দুর্গন্ধযুক্ত এবং তাতে পানি দ্বারা ফ্ল্যাশ করলে সেটা লাল ও রক্তিমাভ মল হিসেবে দেখা দেয় তা-ই কালো পায়খানা বা মেলেনা।
কালো পায়খানা হওয়ার কারণ বহুবিধঃ
১) লিভার সিরোসিস হয়ে খাদ্য নালীর ইসোফেজিয়াল ভ্যারিক্স হতে রক্তপাত;
২) নন-সিরোটিক পোর্টাল হাইপারটেনশনের কারণে খাদ্য নালীর ইসোফেজিয়াল ভ্যারিক্স হতে রক্তপাত ;
৩) খাদ্যনালী, পাকস্থলী কিংবা ডিওডেনামের আলসার, পলিপ, টিউমার বা ক্যান্সার হতে রক্তপাত;
৪) পাকস্থলীর GAVE কিংবা PHG হতে রক্তপাত;
৫) ক্ষুদ্রান্ত্র কিংবা বৃহদান্ত্রের কোন অংশে আলসার বা ঘা, টিউমার বা ক্যান্সার, পলিপ হতে রক্তপাত;
৬) ক্রনস ডিজিজ ;
৭) বেশি মাত্রায় আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ ;
৮) লাল শাক, বীটরুট খেলে;
৯) কালো চকোলেট কিংবা ব্ল্যাক ফরেস্ট জাতীয় কেক খেলে;
১০) উচ্চ রক্তচাপ কিংবা নাক ও গলার বিভিন্ন সমস্যায় রক্তপাত হলে;
১১) রক্ত রোগের কারণে ;
১২) রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে গেলে (রোগের কারণে কিংবা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়)
ডাঃ এম সাঈদুল হক
সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮
০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬
![](https://dhakagastrolivercenter.com/wp-content/uploads/2022/08/received_1702927640102755.jpeg)